Skip to content ↓

Parents Workshops and Newsletters

 

Graphic that reads: Helping staying warm

 

কস্ট–অব–লিভিং হেল্পঃ সহায়তার সকল তথ্য সম্বলিত পুস্তিকা প্রকাশিত

টাওয়ার হ্যামলেটসের কস্ট অফ লিভিং হেল্প বুকলেট এখন বারার সর্বত্র পাওয়া যাচ্ছে। এই পুস্তিকায় শীতের এই সময়ে উষ্ণ থাকার, আপনার আয় সর্বাধিক করার এবং বারাতে সহায়তা পাওয়ার উপায়গুলির সকল টিপস পাওয়া যাবে।

আর্থিক, গ্যাস-বিদ্যুৎ, খাদ্য, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং সুস্থতা এবং আরও অনেক কিছু সহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কঠিন এই সময়ে বাসিন্দাদের জন্য যেসকল সহায়তা রয়েছে, তার যাবতীয় তথ্য আমরা এই পুস্তিকায় একত্রিত করেছি।

https://content.govdelivery.com/accounts/UKTOWERHAMLETS/bulletins/3428487

 

To find out more about the work of the Parent and Family Support Service visit: www.towerhamlets.gov.uk/parentfamilysupport

Please click on below links for information 

Free advice on Language and Literacy

Mellow Parenting Course

Platform to Talk - Attendance

Empower Workshops

Please see below information outlining the range of parenting programmes delivered by the Parent and Family Support Service.

Programmes promote positive parenting and provide a range of strategies to help parents establish and maintain routines and boundaries and improve communication with children of all ages

Programmes are:

  • Free of charge to all parents / caregivers who either reside or work in Tower Hamlets 
  • Delivered face-face, virtually via ZOOM and on-line
  • Supporting self-directed learning available in English, Bengali and Somali, Monday – Friday and in the evenings

Tower Hamlets Parenting Programme

Parenting Support Referral Form

Parenting Support Leaflet

 

Bikeworks

নতুন অন্তর্ভূক্তিমূলক সাইক্লিং কর্মসূচি

শারিরীক প্রতিবন্ধকতা, শেখার অক্ষমতা অথবা মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা যাদের রয়েছে, বিশেষত ১২ মাসের লকডাউন এবং বিধিনিষেধের পরে তাদেরকে ঘরের বাইরের উন্মুক্ত পরিবেশের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করছে ‘বাইকওয়ার্কস্’ নামের কমিউনিটি সোশ্যাল এন্টারপ্রাইজ।

সকল-সক্ষমতা ক্লাবে বিনামূল্যে অন্তর্ভূক্তিকর সাইকেলিং প্রোগ্রাম প্রতিবন্ধীদের মূল রাস্তায় সাইকেল চালাতে অগ্রগতি অর্জনে সহায়তা করবে। পূর্ব লন্ডনের সেশনগুলো পুরো গ্রীষ্মকাল জুড়ে ভিক্টোরিয়া পার্ক এবং কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে আয়োজিত হবে।

Find out more >


Big Clean Ups

আবার শুরু হচ্ছে পরিচ্ছন্ন অভিযান ‘বিগ ক্লিন আপ’

বারাকে পরিস্কার-পরিচ্ছন্ন করার বিশেষ অভিযান ‘বিগ ক্লিন আপ’ কর্মসূচি আবার শুরু হচ্ছে। মহামারির কারণে সাময়িকভাবে এটি বন্ধ ছিলো। আপনার এলাকার কোথায় কোথায় ময়লা আবর্জনার স্তুপ আছে, অর্থাৎ আবর্জনার হটস্পটগুলোর নাম আজই আমাদের জানান।

আগষ্ট মাসের শুরুতে প্রথম বিগ ক্লিন আপটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে অবস্থানটি এখনও বাসিন্দাদের ধারনার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

২০১৩ সালে এই বিগ ক্লিন আপ প্রকল্প চালু করা হয়েছে। বিশেষ এই পরিচ্ছন্ন অভিযানে কাউন্সিলের অফিসার, স্বেচ্ছাসেবক, অংশীদার, কাউন্সিলরগণ অংশ নেন। কোভিড-১৯ মহামারির কারণে গত বছর এই কর্মসূচিটি স্থগিত রাখা হয়।

Read more >


Covid recovery fund

৩ মিলিয়ন পাউন্ডের ‘কোভিড রিকোভারি ফান্ড’ চালু করলেন মেয়র বিগস

অর্থনীতি, স্বাস্থ্য ও সামাজিক খাতকে কোভিড-১৯ মহামারীর প্রভাব থেকে বের করে আনতে ৩ মিলিয়ন পাউন্ডের একটি বিশেষ প্রকল্প চালু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

মেয়র জন বিগস গত ৮ জুলাই এই ‘মেয়রস্ কোভিড রিকোভারি ফান্ড’ নামের বিশেষ এই তহবিলটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই তহবিলের লক্ষ্য হচ্ছে মহামারীর প্রভাবকে থেকে বেরিয়ে আসতে বারার বাসিন্দা, ব্যবসা বাণিজ্য এবং কমিউনিটি সংগঠনগুলোর কার্যক্রমকে সহায়তা প্রদান করা।

Read more >


Bethnal Green Liveable Streets

‘লাইভেবল স্ট্রিট’ বদলে দিয়েছে ওল্ড বেথনাল গ্রীণ রোড

‘লাইভেবল স্ট্রিট’ প্রোগ্রামের প্রথম পর্যায়ের কাজ সমাপ্ত হওয়ার পর বদলে গেছে বেথনাল গ্রীণ রোড। রূপান্তরিত এই রোডটি দেখতে এলিজাবেথ সেলবি ইনফ্যান্টস্ স্কুলের শিক্ষার্থীরা গত সপ্তাহে যোগ দিয়েছিলো মেয়র জন বিগস এর সাথে।

মেয়র এবং স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা বেথনাল গ্রীণ রোড এবং আশে পাশের রাস্তাগুলোর উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এসব কাজের মধ্যে রয়েছে রাস্তার লাইটিং ব্যবস্থার আধুনিকায়ক, সিসিটিভি, নতুন বৃক্ষরাজি এবং আরো সবুজাভ পরিবেশ।

Read more >


Recieving HSJ award

টাওয়ার হ্যামলেটস টুগেদার পেলো জাতীয় স্বীকৃতি

কোভিড-১৯ মহামারীর সময় শারিরীকভাবে সবচেয়ে অসুস্থ ও দুর্বল শিশুদের সার্বিক সহায়তা দিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং এনএইচএস পার্টনারশীপের সমন্বিত কার্যক্রম অত্যন্ত মর্যাদাকর এওয়ার্ড জেতার মাধ্যমে জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করেছে।

স্থানীয় স্বাস্থ্য ও সোশ্যাল কেয়ার সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত টাওয়ার হ্যামলেটস টুগেদার হেলথ সার্ভিস জার্নাল (এইচএসজে)-র বার্ষিক এওয়ার্ড অনুষ্ঠানে লকাল কোভিড-১৯ রেসপন্স পার্টনারশীপ এওয়ার্ড জয়লাভ করে। এই অনুষ্ঠানটি গত সপ্তাহে অনুষ্ঠিত হয়।

Read more >


Canary Wharf Summer Lights - Circle of Light Spectrum by toyStudio, Cabot Square

ক্যানরি ওয়ার্ফে ‘গ্রীষ্মের আলোকচ্ছটা’

‘গ্রীষ্মকালীন আলো’র অসাধারণ শৈল্পিক উজ্জলতায় রূপান্তরিত হয়েছে গোটা ক্যানরি ওয়ার্ফ এস্টেট। এই শিল্পকর্মে আলোকোজ্জল হয়ে ওঠা ক্যানরি ওয়ার্ফের বেড়াতে যান, উপভোগ করুন সামার এক্সিবিশন।

এই শিল্পকর্মে সূর্যোদয় থেকে জীবনের বিস্ফোরণ, সূর্য এবং রংয়ের বর্ণালীগুলোর সংমিশ্রণকে উপজীব্য করে সবচেয়ে প্রাকৃতিক আকারে আলোর উদযাপন ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এর মাধ্যমে প্লাস্টিক দূষণ ও জ্বালানীর ব্যবহার থেকে শুরু করে এলজিবিটিকিউআইএ+ ও সকল ক্ষেত্রে সমতার মত গুরুত্বপূর্ণ থিমগুলোকে আলোর ভাষায় তুলে ধরা হয়েছে।

Plan your visit >


People cycling on Santander Bicycles

আপনার ব্যবসা প্রতিষ্ঠান কী ‘যেন’ মেম্বার?

বায়ু দূষণ রুখতে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের সার্বিক ব্যবস্থাপনায় জিরো এমিশনস্ নেটওয়ার্ক (জেন) বিষয়ক স্বাধীন পর্যালোচনা বা রিভিউ করা হচ্ছে। এই রিভিউয়ের লক্ষ্য হচ্ছে, জেন কর্তৃক তার সদস্যদের জন্য নেয়া উদ্যোগসমূহের সম্ভাব্য পরিবেশগত স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাবগুলো মূল্যায়ন করা। এই পর্যালোচনায় কার্বন নিঃসরণ, বায়ু দূষন, জনস্বাস্থ্য এবং অর্থনীতির ওপর সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যতের উন্নয়নসমূহের ক্ষেত্রে এই নেটওয়ার্কের বিভিন্ন ধরনের সম্ভাবনা সম্পর্কিত ফিডব্যাক সংগ্রহ করা।

আগামী ১৮ জুলাই মধ্যরাতের মধ্যে এই মতামত জরিপে অংশ নিয়ে আপনার অভিজ্ঞতা ও অভিমতগুলো তুলে ধরুন। সম্পূর্ণ সার্ভেতে অংশ গ্রহণকারীদের নাম একটি প্রাইজ ড্রতে অন্তর্ভূক্ত হবে এবং ১০ জন বিজয়ীর প্রত্যেকে ৯০ পাউন্ড মূল্যের সানটানডার সাইকে হায়ার এর বার্ষিক মেম্বারশীপ লাভ করবেন।

Take the survey >


Polling station sign

উইভার্স ওয়ার্ডের বাই-ইলেকশন ১২ আগষ্ট

টাওয়ার হ্যামলেটস বারার উয়েভার্স ওয়ার্ডের বাই-ইলেকশন আগামী ১২ আগষ্ট অনুষ্ঠিত হবে বলে কাউন্সিল আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে।

গত মাসে এই ওয়ার্ডের কাউন্সিলর জন পিয়ার্সের দুঃখজনক মৃত্যুর প্রেক্ষিতে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Read more >


Walk in Clinic_BN

টিকার ওয়াক-ইন্ ক্লিনিকস্

১৮ কিংবা তারচেয়ে বেশি বয়সী প্রত্যেকেই যাতে তাদের কোভিড-১৯ ভ্যাকসিন সহজেই লাভ করেন সেজন্য আমাদের বেশিরভাগ ক্লিনিককে ওয়াক-ইন্ এ রূপান্তর করছি। যাতে করে লোকজন তাদের সুবিধামত সময়ে সেখানে গিয়ে সহজেই ভ্যাকসিন নিতে পারেন। এছাড়া যদি কেউ এপয়েন্টমেন্ট বুক করতে চান, সেটাও করতে পারবেন অনায়াসে।

আগামী ১৮ জুলাই রোববার (সকাল ১০টা থেকে বিকাল ৬টা), ১৯ জুলাই সোমবার ২০ জুলাই মঙ্গলবার (সকাল ১০টা থেকে বিকাল ৪টা) চলে আসুন উইভার্স ফিল্ডস পার্কে (Vallance Rd, London E2 6HD)। নিকটবর্তী টিউব স্টেশন বেথনাল গ্রীণ।
যদি আপনি দ্বিতীয় ডোজ নেয়ার জন্য আসেন, তাহলে প্রথম ডোজ নেয়ার পর কমপক্ষে ৮ সপ্তাহ পার হয়েছে কি-না তা নিশ্চিত হোন।

এই ক্লিনিকে শুধুমাত্র ফাইজর ভ্যাকসিন দেয়া হবে।

টিকার জন্য চাইলে ০২০ ৭৩৬৪ ৩০৩০ এই নাম্বারে কল করতে পারেন। বারায় আরো অনেকগুলো ভ্যাকসিন ক্লিনিকস রয়েছে যেখানে গিয়ে বাসিন্দারা সহজেই তাদের টিকা নিতে পারেন। কাউন্সিলের ওয়েবসাইটে সবগুলো ক্লিনিকের হালনাগাদ তালিকা রয়েছে।

Find out more >


Vaccinated? Still get tested

নতুন মডেলের রেপিড টেস্টিং সুবিধা

র‌্যাপিড এবং সিম্পটম ফ্রি (লক্ষণমুক্ত) কোভিড-১৯ পরীক্ষার নতুন একটি মডেল আমরা গত সপ্তাহে বারায় চালু করেছি। প্রতি ৩ জনের একজন উপসর্গ ছাড়াই ভাইরাস বহন করেন এবং নিজেদের অজান্তেই তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারেন, তাই লক্ষণ না থাকলেও নিয়মিত টেস্ট করাটা খুবই জরুরী।

ক্যানরি ওয়ার্ফের স্থায়ি র‌্যাপিড টেস্টিং সাইটের পাশাপাশি ৪টি নতুন মোবাইল বা ভ্রাম্যমান টেস্টিং ইউনিট গোটা বারায় ঘুরে ঘুরে সকল বাসিন্দাদের কাছাকাছি গিয়ে দ্রুত টেস্টিং সুবিধা প্রদান করছে। টেস্টিংয়ের সকল লকেশন এবং সময়সূচি কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Get a rapid test >


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link

Updates in other languages

If you know someone who would like to receive advice in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for weekly news and updates. 

​​​​